2025-03-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

মনু নদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানালেন কংগ্রেস সভাপতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার সাব্রম মহকুমা সফর করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি সেখানে সাংগঠনিক বৈঠক করেন। সেইসঙ্গে মনু নদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ পরিদর্শন করে তা দ্রুত সম্পন্ন করার দাবি জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সোমবার সাংগঠনিক সফর করেন সাক্রম এর চালিতাছড়িতে।

৩৯ মনু ও ৪০ সাক্রম বিধানসভা কেন্দ্রের দলীয় নেতা কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন জনজাতি অধ্যুষিতচালিতাছড়িতে। এই সাংগঠনিক বৈঠকে আগামী দিনে এই দুই বিধানসভা কেন্দ্রে দলীয় সংগঠনকে বুথ স্তর থেকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন এবং হরিনা থেকে চালিতাছড়ি এলাকার জনগনের যোগাযোগের একমাত্র সম্বল মনু নদীর উপরনির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

মনুনদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে। এলাকার জনগণ দীর্ঘ বছর যাবত এই ব্রিজ টির নির্মাণ কাজ শেষ করার দাবি করে আসছিলেন। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে ব্রিজটির নির্মাণ কাজ এত বছর পরও শেষ হয়নি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service