জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনু নদীতে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম সুমন শীল, বয়স ৩৫। জানা যায় সাক্রম মহকুমার শুয়াচাঁদ গ্রামের বাসিন্দা ছিল সুমন। সুমনের বাড়িতে তার মা এবং স্ত্রী রয়েছে। পরিবার সূত্রে খবর সোমবার সুমন শীলের মা এবং স্ত্রী কেউই বাড়িতে ছিলনা। এমনকি এলাকাবাসীরা সোমবার বিকেল থেকে সুমনকে আর বাড়ীতে দেখেনি।
এদিকে মঙ্গলবার বেলা ১২টা নাগাদ স্থানীয়রা সাক্রম মহকুমার মনু নদীতে সুমনের মৃতদেহ দেখতে পায়। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে সাধারণ মানুষের ভীড় জমতে থাকে। খবর দেওয়া হয় মনুবাজার থানায়। পাশাপাশি খবর দেওয়া হয় মৃত সুমনের বাড়ির লোকদের। তার বাড়ির লোকেরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়ে।
এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায় নি। ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। তবে এদিন সুমনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
Leave feedback about this