2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

মনুভ্যালী চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রী টিংকু রায় নিজের বিধানসভা কেন্দ্রের মনুভ্যালী চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি উওীর্ণ ছাত্রীদের হাতে বাইসাইকেল তোলে দেন। এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার, স্কুলের প্রধান শিক্ষিকা পম্পা দাশগুপ্ত, মনুভ্যালী গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেশ দীঘার সহ আরও অন্যান্যরা

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় জানান যে, রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহার একান্তিক প্রচেষ্টায় এখন থেকে সপ্তম শ্রেণী উওীর্ণ ছাত্রীদেরও বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে। বাইসাইকেল দেওয়ার ফলে ছাত্রীদের স্কুলে আসা যাওয়া করতে সুবিধা হবে বলেও জানান মন্ত্রী। উল্লেখ্য, মনুভ্যালী চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ের নব্বই শতাংশ ছাত্র ছাত্রীরাই চা বাগান শ্রমিক পরিবারের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service