2024-12-18
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

মনিপুরে শান্তি ফিরিয়ে আনতে গণ অবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মণিপুরের অশান্ত পরিবেশ অবিলম্বে শান্ত করার দাবিতে সোচ্চার হয়েছে ত্রিপুরা মনিপুরী কো-অর্ডিনেশন কমিটি। মনিপুরে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর রবীন্দ্রভবনের সামনে চার ঘন্টার গণ অবস্থান পালন করেছে মনিপুরী কো-অর্ডিনেশন কমিটি। তাদের অভিযোগ মনিপুরে শতবর্ষ পুরানো দুটি জাতি গোষ্ঠীর মধ্যে সম্প্রীতি নষ্ট করেছে ঘৃণ্য রাজনৈতিক চক্র। কেননা প্রাকৃতিক সম্পদে ভরপুর মনিপুরের প্রাকৃতিক সম্পদকে লুণ্ঠনের উদ্দেশ্যে এবং কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই একটি প্রভাবশালী রাজনৈতিক চক্র এই অঞ্চলের দুটি জাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ তৈরি করে রেখেছে। যার ফলে গ্রাম কি গ্রাম ছন্নছাড়া হয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রাণ হানি ঘটেছে কয়েক শত নিরীহ সাধারণ মানুষের। স্কুল কলেজ বন্ধ, দুর্বিষহ এক অসহায় যন্ত্রণার মধ্যে দিনযাপন করছে মনিপুরের সাধারণ মানুষ। কেন্দ্রীয় বাহিনী নামানো সত্ত্বেও ফিরিয়ে আনা যাচ্ছে না মণিপুরের শান্তি সম্প্রীতি। আগামী কিছুদিনের মধ্যে যদি মনিপুরের সম্প্রীতি ফিরিয়ে আনা না যায় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে ত্রিপুরা মনিপুরী কো অর্ডিনেশন কমিটি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service