জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস, দেশের লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি উদযাপিত করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পতাকা উত্তোলনের পর নিজের ভাষণে প্রধানমন্ত্রী প্রথমেই উত্তর পূর্বাঞ্চলে মনিপুর নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা রেখেছেন, তিনি বলেছেন মনিপুরে দীর্ঘদিন ধরেই হিংসার ঘটনা ঘটেছে, বহু মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু কয়েকদিন ধরে সেখান থেকে শান্তির খবর আসছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার চেষ্টা চালাচ্ছে সমস্যার সমাধানের জন্য এবং তা আগামী দিনেও জারি থাকবে। এদিন প্রধানমন্ত্রী নিজ ভাষণের মধ্য দিয়ে মনিপুরবাসীদের আশ্বস্ত করে বললেন যে দেশ উনাদের পাশে আছে এবং থাকবে। কেননা এই হিংসা চলাকালীন সময়ে মনিপুরের মা-বোনেদের সম্মানহানি ঘটেছে, গত ৩রা মে থেকে মণিপুরে কুকি, জো-চিন ও মৈতৈ সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে সাড়ে ৬ হাজারের বেশি। তাছাড়া এই পরিস্থিতিতে মনিপুর নিয়ে প্রধানমন্ত্রীর যেন মুখ খুলেন তা নিয়ে বরাবরই সরব হয়েছে বিরোধীরা। অবশেষে প্রধানমন্ত্রী মনিপুরবাসীদের কাছে আবেদন রেখেছেন এরা যেন মণিপুরে শান্তি বজায় রাখে, কেননা একমাত্র শান্তির দাড়াই সমস্যা সমাধানের রাস্তা বের করা সম্ভব।
Leave feedback about this