2025-11-07
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

মনফোর্ট স্কুল বাস দুর্ঘটনায় নিহত খেলা সরকার, আহত একাধিক ছাত্রছাত্রী 

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫২বছর বয়সী এক মহিলা, আহত হলেন মনফোর্ট স্কুলের একাধিক ছাত্র-ছাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে কাঠালতলি বাইপাস সড়কে, যখন মনফোর্ট স্কুলের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়দের কথায়, হঠাৎ করেই প্রবল শব্দ শোনা যায়। সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে দেখতে পান, স্কুলবাসটি রাস্তার পাশে ভেঙে পড়ে রয়েছে। বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন এক মহিলা—পরবর্তীতে যিনি খেলা সরকার (৫২) নামে পরিচিত। জানা যায়, তিনি প্রতিদিনের মতো আজও নিজের ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলেন রেলব্রিজ সংলগ্ন এলাকায়, ঠিক তখনই ঘটে যায় এই বিপর্যয়।

তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে প্রথমে হাপনিয়া হাসপাতাল ও পরে জিবি হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত হয়েছে মনফোর্ট স্কুলের প্রায় আট থেকে নয়জন ছাত্রছাত্রী। তাঁদের হাপনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহত সকলে বর্তমানে বিপদমুক্ত।

ঘটনার খবর পেয়ে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা নিজে হাসপাতালে যান। তিনি আহত শিশুদের চিকিৎসা ও পরিচর্যার পরিস্থিতি খতিয়ে দেখেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা প্রশাসনের কাছে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service