জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলা বছরের শেষ দিনে মধুপুর থানার সাফল্য। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার আধিকারিক তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ যৌথভাবে মধুপুর বাজার চৌমুহনী এলাকায় সুরজ রায়ের ওরফে শানুর বাড়িতে অভিযান চালায়। ১৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সুরজকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানায়।
একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারেজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ১১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। যদিও মদ বেপারী পুলিশের আচ পেয়ে সেখান থেকেপালিয়ে যায়। জানা যায় উদ্ধারকৃত মদের কালোবাজারে মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান পুলিশ আধিকারিক তপন দেবনাথ। গত এক মাসে মধুপুর থানার পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে।
Leave feedback about this