জনতার কলম ওয়েবডেস্ক :- একটি উল্লেখযোগ্য অভিযানে, মণিপুর পুলিশ, সিএপিএফ এবং সেনাবাহিনী/আসাম রাইফেলসের যৌথ দল ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় ৮৬টি অস্ত্র এবং ৯৭৪টি গোলাবারুদ উদ্ধার করেছে।
মণিপুর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আইজিপি (গোয়েন্দা) কে. কাবিব বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নিরাপত্তা বাহিনী একাধিক স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করেছে, যা মণিপুরে শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারে একটি বড় সাফল্য।” তিনি বলেন, এই অভিযান রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যের প্রতিশ্রুতিকে তুলে ধরে।
Leave feedback about this