2025-02-13
Ramnagar, Agartala,Tripura
দেশ

মণিপুরে অবশেষে জারি রাষ্ট্রপতি শাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- অশান্ত মণিপুরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর, এবার রাষ্ট্রপতি জারি হল উত্তর-পূর্বে এই রাজ্যে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। 

৯ ফেব্রুয়ারি ইস্তফা দেন এন বীরেন। আর বুধবার, ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হল। দেড় বছরেরও বেশ সময় পার। জাতি সংঘর্ষে এখনও উত্তপ্ত মণিপুর। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে সম্প্রতি পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। আর বুধবার, ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর রাজ্যপালকে ইস্তফাপত্র জমা দেন এন বীরেন। প্রায় দু’বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মণিপুর। গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর ভূমিকা।

সংবিধানের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় বৃহস্পতিবার সন্ধেয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, মণিপুরের রাজ্যপাল রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট দেয়। সেই রিপোর্ট দেখে বোঝা যায়, রাজ্যে এই মুহূর্তে সাংবিধানিক শাসন চালানোর অবস্থা নেই। তাই সংবিধাের অনুচ্ছেদ ৩৫৬-র আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service