জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের আমন্ত্রণে মনিপুর টেনিস অ্যাসোসিয়েশনের ৯ সদস্যের এক প্রতিনিধি দল রাজ্য সফরে এসেছে । মূলত দুই রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার লক্ষ্যেই মনিপুর টেনিস এসোসিয়েশনের ৯ সদস্যের এই সফর । রবিবার মনিপুর টেনিস অ্যাসোসিয়েশন ও এিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর মধ্যে বন্ধুত্ব পূর্ন টেনিস ম্যাচ অনুষ্ঠিত হয় আগরতলা মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে। ম্যাচে উপস্থিত ছিলেন ত্রিপুরার টেনিস এসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় ও মনিপুর টেনিস এসোসিয়েশনের সহ-সভাপতি ।মনিপুর থেকে আগত টেনিস এসোসিয়েশনের সদস্যরা ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের আপ্যায়নে কার্যত আপ্লুত হয়ে পড়েছে । বলেন ত্রিপুরার শান্ত পরিবেশ ও রাজ্যবাসীর আপ্যায়ন আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে । আমরা ত্রিপুরা টেনিস এসোসিয়েশনকেও মনিপুরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি । তখন দুই রাজ্যের খেলোয়াড়দের মধ্যে আরও বেশি আন্তরিকতা গড়ে উঠবে । সেই লক্ষেই মনিপুর ও ত্রিপুরা হেতে হাত মিলিয়ে টেনিসের উন্নয়ন ও প্রসার চাইছে ।
Leave feedback about this