2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ভোট ঘোষণার পরেই রাজপথে প্রার্থীর সমর্থনে মিছিল ত্রিপুরা কংগ্রেসের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের দামামা বাজতেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্যে। ভোট ঘোষণার পরেই রাজপথে প্রার্থীর সমর্থনে মিছিল বের করে কংগ্রেস। পশ্চিম লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানিয়ে কংগ্রেস নেতা- কর্মীরা মিছিল বের করেন।

প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় শনিবার বিকেলে মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল। মিছিলে ছিলেন যুব কংগ্রেস, মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতি সহ অন্যান্যরা। মিছিল থেকে আওয়াজ উঠে বিপুল ভোটে আশিস সাহাকে জয়ী করার।

এদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আশাব্যক্ত করেন রাজ্যের দুই লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী করাবেন গণদেবতারা। তিনি বলেন আস্থা রয়েছে জনগণের সুচিন্তিত মতামতের উপরে। তার অভিযোগ দেশে একটা দুর্নীতিগ্রস্ত সরকার। নরেন্দ্র মোদী সরকারকে তিনি ডাকাতের সঙ্গে তুলনা করেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service