2024-12-19
agartala,tripura
দেশ রাজনৈতিক

ভোটে জেতে রাজ্যের প্রতিটি বোনকে কোটিপতি বানানো আমাদের সংকল্প : শিবরাজ

জনতার কলম ওয়েবডেস্ক :- মধ্যপ্রদেশে বিজেপির এহেন ফল সামনে আসার পরেই রাস্তায় নেমে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, এই জয় রাজ্যের লাডলির মহিলাদের জন্যেই। মাথা নত করে প্রণাম করলেন সে রাজ্যের মহিলাদের।

আর এই জয়ের পরেই শিবরাজ সিং চৌহান সংবাদমাধ্যমকে বলেন, রাজ্যের প্রতিটি বোনকে কোটিপতি বানানো আমাদের সংকল্প। বোনেরা কেন গরীব থাকবেন? চোখে কেন জল থাকবে? আর তা মোছার দায়িত্ব সরকার নেবে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

অন্যদিকে কংগ্রেসকেও এদিন তীব্র আক্রমণ করেন শিবরাজ সিং চৌহান। বলেন, কংগ্রেস প্রতিশ্রুতি ভঙ্গ করে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service