2024-12-17
agartala,tripura
অপরাধ রাজ্য

ভোটের আগের দিন রাতে অগ্নিকাণ্ডের ঘটনা রামনগরে 

oplus_2

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের আগের দিন রাতে রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ১০-১২ টি দোকান। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মাঝরাতে রাজধানীর দুর্গা চৌমুহনী সংলগ্ন রামনগর ৯ নম্বর রোডে। জানা গেছে স্থানীয় নাকা পয়েন্টে ডিউটিতে ছিলেন পুলিস কর্মীরা। আচমকা তারা একটি দোকানের ভিতরে আগুন দেখতে পান।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। এরই মাঝে একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখায়। ঘটনাস্থলে ছুটে আসে কয়েকটি দমকলের ইঞ্জিন। সকলের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। ঘটনাস্থলে ছুটে যায় পুলিস আধিকারিকরা।

আগুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোটের আগের দিন রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে আগুন লেগেছে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড? অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service