2024-12-17
agartala,tripura
দেশ রাজ্য

ভূমিকম্পে কাঁপলো রাজ্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-

৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় ভূমিকম্পে কাপলো গোটা রাজ্য। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা অনুভূত হয় ৫.৪ ম্যাগনেটিউট। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ২৫.২ সেকেন্ড। ন্যাশনাল সেন্টার ফর শিসমোলজি সূত্রে জানা গেছে ,এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের কানাইঘাট থেকে ৭ কিলোমিটার দূরে। এদিন ত্রিপুরা ,নাগাল্যান্ড অসম ,মিজোরাম সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য স্থানের সাথে বাংলাদেশ এবং মায়ানমারেও এই ভূকম্পন অনুভূত হয় ।সন্ধ্যা রাতের এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়ায়। উল্লেখ্য ভূমিকম্প প্রবণ সিসমিক জোনের ৫ নম্বর স্থানে রয়েছে ত্রিপুরার অবস্থান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service