জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশুদ্ধ পানীয় জলের নামে বেআইনি জল কোম্পানির মালিক কর্তৃক সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা । হুমকি দিয়েছে সাংবাদিকদের দেখে নেওয়ার ।বিলোনিয়াতে ভুঁইফোর গজিয়ে উঠা বিশুদ্ধ পানীয় জল নাম ধারী ফ্যাক্টরির মালিক বিপুল নাথের হম্বিতম্বিতে ক্ষুব্ধ সাংবাদিকরা। অভিযোগ সরকারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে পানীয় জল নিয়ে ছিনিমিনি খেলায় মত্ত হয়ে উঠেছে অর্থ লোভী এই জলের ফ্যাক্টরির মালিক বিপুল । বিলোনিয়া সাতমূড়া ব্রীজ চৌমুহনী এলাকায়। সরকারের নিয়ম নীতি নির্দেশিকা নেই তারপরেও জীবন ধারা পানীয় জল কতটুকু ধারা বজায় রাখবে জীবনের তা বার বার এই কোম্পানিকে চোখে আঙুল তুলে ধরিয়ে দিচ্ছে ফুড সেফটি অফিসার থেকে শুরু করে মহকুমা প্রশাসন আধিকারিকরা । বিভিন্ন অভিযোগ পেয়ে বার বার এই জলের কোম্পানিতে ছুটে যেতে হচ্ছে প্রসাশনের কর্তা ব্যাক্তিদের। সতর্ক করে দেওয়া হচ্ছে বার বার। জলের কোম্পানি চালাতে গেলে সরকারের নিদির্ষ্ট নিয়ম নির্দেশিকা মেনে জল বাজার জাত করার নির্দেশ দিলেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপন মনে অর্থ লোভী বিপুলের নিয়মে চলছে জীবন ধারা । করছে বাজারজাত । যেই জলের অপর নাম জীবন, তার সংজ্ঞা পাল্টে জলের অপর নাম মরন করে তোলতে ব্যস্ত অর্থ পিপাসু বিপুল নাথ। এই অভিযোগে একসময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, ডেইলি ফ্রেস ওয়াটার কোম্পানিতে যাওয়ার পর এই কোম্পানির মালিক বিপুলের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের। এমনকি ক্যামেরায় হাত দেওয়া থেকে শুরু করে সাংবাদিক সহ প্রশাসনকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। শুধু মাত্র বিপুল নাথ না , বিপুল নাথের গুণধর ছেলেও সাংবাদিকদের এক প্রকার পাঠ দিতে থাকে । সাংবাদিকদের দেখে বিপুল নাথ এতটাই ক্ষিপ্ত হয়েছে যেটা ভাষা দিয়ে বুঝানো যাবে না । এদিকে ফুড সেফটি অফিসার জানান , আমরাও বিপুল নাথের কারখানায় জলের বোতলে শাটা লেভেলের মধ্যে লেখায় অসংলগ্নতা পেয়েছি । এ বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে । তারপরেই ব্যবস্থা নেওয়া হবে কোম্পানির বিরুদ্ধে ।প্রসঙ্গত এই জলের কোম্পানিটির বিরুদ্ধে বহুবার স্বাস্থ্য দপ্তর থেকে নোটিশ দেওয়া হয়েছে । কিন্তু প্রভাবশালী বিপুল নাথ কিছুতেই প্রশাসনের কথা মানতে নারাজ । অতি দ্রুত যদি প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অন্যান্য কোম্পানিগুলিও একই হালে জল প্যাকেট করে বাজারজাত করবে বলে ধারণা করছে তথ্য বিজ্ঞ মহল ।
Leave feedback about this