জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরতলীতে চাঞ্চল্যকর ভারতরত্ন সংঘের সম্পাদক খুনকাণ্ডে অভিযুক্ত শ্যুটার আকাশ করকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। শনিবার বিমানে তাকে রাজ্যে নিয়ে আসা হয়। এম বি বি বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে।
সেখানে মেডিক্যাল চেকআপ করানোর পরে ধৃত অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। ৯ মে ঝাড়খণ্ডের একটি রেলস্টেশনে আকাশ করকে আটক করা হয়। সেদিন রাতের বিমানেই রাজ্য থেকে পুলিশের একটি টিম সেখানে যায় তাকে নিয়ে আসার জন্য।
ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে রাজ্যে নিয়ে আসে পুলিশ। ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে পুলিস ইতি মধ্যে ৫ জনকে আটক করেছে। এদের মধ্যে রয়েছে একজন যুবতী। উল্লেখ্য ৩০ এপ্রিল সন্ধ্যারাতে শালবাগান এলাকায় গুলি করে হত্যা করা হয় ভিকিকে।
Leave feedback about this