2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

ভিআইপি রোডে যান সন্ত্রাস নিষ্ক্রিয় ট্রাফিক পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিআইপি রোডে দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি । অভিযোগ নার্সিং কলেজের একটি গাড়ি পিছন দিক থেকে একটি গাড়িকে ধাক্কা দেওয়ার ফলে পরপর তিনটি গাড়িতে ধাক্কা লাগে । ভিআইপি রোডে হঠাৎ গাড়ি দাঁড়িয়ে যাওয়ায় প্রথমে বাস গাড়িটি ব্রেক কষেছিল ।কিন্তু ব্রেক না ধরায় অন্য গাড়িগুলিতে গিয়ে ধাক্কা লাগে । তিনটি গাড়ির ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি । একটি মারুতি গাড়ির চালক অল্পবিস্ত্রর আহত হয়েছে । চালকদের অভিযোগ দরিদ্র ট্রফিকি ব্যবস্থার জন্য রাজ্যে বেড়ে চলছে দুর্ঘটনা । প্রায় প্রতিদিন দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে লোকজনের । ট্রাফিক ব্যবস্থা জোরালো না করলে বেঘোরেই চলে যাবে আরও প্রাণ ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service