জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযথ মর্যাদায় সিপিআইএম সদর কার্যালয় তথা ভানু ঘোষ স্মৃতি ভবনেও উদযাপিত হয়েছ প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম পুলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন বিরোধী দলনেতা মানিক সরকার। তাছাড়া সংবিধান প্রস্তাবনা ও পাঠ করেন। ঐদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পুলিটব্যুরো সদস্য মানিক সরকার বলেন ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর সংবিধান রচনা হলেও এই সংবিধানের কট্টর বিরোধী ছিলেন আরএসএস, যদিও এই আরএসএস পরিচালিত বিজেপি রাষ্ট্রক্ষমতায় রয়েছে। ১৯৪৯ সালের ঐদিন যখন সংবিধান রচনার জন্য গণপরিষদ তৈরি হয়েছিল তখন এই আরএসএস মৌলবাদী নীতি গ্রহণ করেছিল যাতে করে গণপরিষদে এই সংবিধান যেন কোন প্রকার গৃহীত না হয়। তার পাশাপাশি ভারত স্বাধীনতা আন্দোলনে আর এস এসের কোন ভূমিকা ছিল না বলে দাবি করেন তিনি। তাদের একমাত্র লক্ষ্যই ছিল ধর্ম, বর্ণ ভেদাভেদ করে মৌলবাদী নীতি গ্রহণের মাধ্যমে দেশের গৃহীত সংবিধানকে বানচাল করার। এদিনের কর্মসূচিতে দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজনৈতিক
রাজ্য
ভারত স্বাধীনতা আন্দোলনে আর এস এসের কোন ভূমিকা ছিল না : মানিক
- by janatar kalam
- 2024-01-26
- 0 Comments
- Less than a minute
- 11 months ago
Leave feedback about this