2025-08-13
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ভারত সরকার কৃষি বাজারকে বৈদেশিক পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে: পবিত্র কর

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-কর্পোরেট দুনিয়া কৃষি ছাড়। এই আলগানকে সামনে রেখে সংযুক্ত মিশন মোর্চার উদ্যোগে সারা রাজ্যে মিছিল ও সভা হয় বুধবার। আগরতলায় এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কৃষক সাভার রাজ্য সম্পাদক পবিত্র কর। কেন্দ্রীয় সরকার কৃষিকে বিপন্ন করে তুলছে। কৃষি বাজারকে বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। তাতে দেশের কৃষি ব্যবস্থা নিঃশেষ হয়ে যাবে। এই অভিযোগ করলেন কৃষক সাভার রাজ্য সম্পাদক পবিত্র কর। বুধবার সংযুক্ত কিষান মোর্চার উদ্যোগে সারা রাজ্যেই মিছিল ও সভা হয়। আগরতলায় এই কর্মসূচিতে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। আমেরিকা হুমকি দিচ্ছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করার জন্যে। এর প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান পবিত্র কর। এদিনের এই মিছিল থেকে আওয়াজ উঠে লুটেরা বহুজাতিক কর্পোরেশন ভারত ছাড়ো, কর্পোরেট কৃষি ছাড়ো। সংযুক্ত কিষান মোর্চার রাজ্য শাখার উদ্যোগে এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়।

এদিনের এই কর্মসূচিতে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত, এ ডি সি এর প্রাক্তন সিই এম রাধা চরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব অংশ নেন। সারা ভারত কৃষক সভা, ক্ষেত্রে মজুর ইউনিয়ন, সিটু, গণ মুক্তি পরিষদ এর কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service