2025-10-16
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

ভারত নিবিড়ভাবে নজর রাখছে আফগানিস্তান-পাকিস্তান পরিস্থিতির ওপর: পররাষ্ট্র মন্ত্রণালয়

জনতার কলম ওয়েবডেস্ক:- আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তান সন্ত্রাসী সংগঠনগুলিকে আশ্রয় দেয় এবং সন্ত্রাসবাদকে মদত জোগায়—এটা পরিষ্কার।” তিনি আরও বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় প্রতিবেশী দেশগুলোর ওপর চাপানো পাকিস্তানের বহুদিনের অভ্যাস।

রণধীর জয়সওয়াল বলেন, আফগানিস্তান তার নিজস্ব ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রয়োগ করায় পাকিস্তান ক্ষুব্ধ হয়েছে। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

কাবুলে ভারতীয় মিশনের আপগ্রেডেশন প্রসঙ্গে মুখপাত্র জানান, ২০২২ সালের জুন মাস থেকে কাবুলে ভারতের টেকনিক্যাল মিশন কার্যকর রয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা পূর্ণাঙ্গ দূতাবাসে রূপান্তরিত হবে।

এছাড়া, যুক্তরাজ্যের তরফে নায়ারা কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জয়সওয়াল বলেন, ভারত কোনো একতরফা নিষেধাজ্ঞাকে সমর্থন করে না। তিনি জোর দিয়ে বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব, যাতে নাগরিকদের মৌলিক প্রয়োজন মেটানো যায়।

তিনি আরও জানান, ভারতীয় কোম্পানিগুলি বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন দেশ থেকে জ্বালানি আমদানি করে থাকে। জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে দ্বিচারিতা গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে তেল আমদানি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এই প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, “গতকাল এমন কোনো আলোচনার বিষয়ে আমি অবগত নই।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service