জনতার কলম ওয়েবডেস্ক :- তিনটি রাজ্যের নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে, সিপিআই সাংসদ বিনয় বিশ্বম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , “জাদু (প্রধানমন্ত্রী মোদীর) অস্থায়ী। এটি ঘটেছে কারণ ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারেনি। ইন্ডিয়া জোটের চেতনা এবং রাজনীতিকে সমুন্নত রাখতে হবে। আমি নিশ্চিত যে ইন্ডিয়া জোটের সমস্ত দল যদি এই নির্বাচন থেকে শিক্ষা নেয় তবে তারা ২০২৪ সালে আবার জিততে পারে। আমরা তার জন্য চেষ্টা করব। কংগ্রেসকে তাদের প্রধান শক্তির ব্র্যান্ড হিসাবে তাদের নিজস্ব কৌশলটি পুনর্বিবেচনা করতে হবে। ঐক্যের গুণাবলী শিখতে হবে। এই নির্বাচন থেকে মূল শিক্ষা নেবে । আমি নিশ্চিত তারা এটা শিখবে বলে।
Leave feedback about this