জনতার কলম ওয়েবডেস্ক:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেছেন, ভারত ও ইথিওপিয়া এক পরিবারের সদস্য হিসেবে আরও ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের লক্ষ্যে একসঙ্গে কাজ করছে। আজ সকালে ইথিওপিয়ার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল সাউথ এখন নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করছে। ভারত ও ইথিওপিয়া এই বিষয়ে একই দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছে। তাঁর কথায়, এই দৃষ্টিভঙ্গি এমন এক বিশ্বের, যেখানে গ্লোবাল সাউথ কারও বিরুদ্ধে নয়, বরং সবার জন্য এগিয়ে যাবে।
দুই দেশের প্রাচীন সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেন, সংহতিই শক্তি এবং সহযোগিতাই ক্ষমতা। প্রাচীন সভ্যতা হিসেবে ভারত ও ইথিওপিয়া আজ একসঙ্গে দাঁড়িয়ে আছে। তিনি জানান, তাঁর সরকারের গত ১১ বছরে দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের বিশ্ব ১৯৪৫ সালের বিশ্ব নয়। তাই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও বর্তমান বাস্তবতার প্রতিফলন থাকা জরুরি। অতীতের কাঠামোয় আটকে থাকলে বিশ্ব এগোতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইথিওপিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী এরপর তিন দেশের সফরের শেষ পর্বে ওমানের উদ্দেশে রওনা হন। এর আগে সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার পূর্বে তিনি আদ্দিস আবাবায় অবস্থিত আদওয়া বিজয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এর আগে গতকাল আদ্দিস আবাবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয় আহমেদ আলি-র মধ্যে বিস্তৃত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারত ও ইথিওপিয়া তাদের ঐতিহাসিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করেছে।
দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং মোট আটটি সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে কৌশলগত অংশীদারিত্বে উন্নীতকরণ, কাস্টমস সহযোগিতা, ইথিওপিয়ার বিদেশ মন্ত্রকে একটি ডেটা সেন্টার স্থাপন, রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা প্রশিক্ষণে সহযোগিতা, জি-২০ কাঠামোর আওতায় ঋণ পুনর্গঠন, আইসিসিআর বৃত্তি বৃদ্ধি এবং ইথিওপিয়ার নাগরিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংক্রান্ত স্বল্পমেয়াদি কোর্স।
দ্বিপাক্ষিক আলোচনার ফলাফল সম্পর্কে বিদেশ মন্ত্রকের সচিব সুধাকর দলেলা বলেন, সম্পর্ককে কৌশলগত স্তরে উন্নীত করার ফলে ভারত-ইথিওপিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব নতুন মাত্রা পাবে। তিনি জানান, শিক্ষা ও ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার খাতে সহযোগিতায় দুই দেশ বিশেষভাবে আগ্রহী।
এদিকে সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইথিওপিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ প্রদান করেন প্রধানমন্ত্রী আবিয় আহমেদ আলি।

Leave feedback about this