জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী মঙ্গলবার জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৬ কোটি ৭০ লাখ নাগরিক দেশের বিভিন্ন ফুয়েল স্টেশন থেকে জ্বালানি ক্রয় করছেন — যা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক সক্ষমতার প্রতিফলন।
মন্ত্রী জানান, বর্তমানে ভারত ৪.৩ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ হিসেবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের উন্নয়নের হার ছিল ৭.৮ শতাংশ।
হরদীপ সিং পুরী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, “ভারত বর্তমানে প্রতিদিন প্রায় ৫.৫ মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করছে, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার বিশালতাকে প্রমাণ করে।”
তিনি আরও জানান, বর্তমানে ভারতের গ্যাস পাইপলাইন নেটওয়ার্কের দৈর্ঘ্য ২৪,৫০০ কিলোমিটার, যা ২০৩০ সালের মধ্যে ৩৩,০০০ কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত করার লক্ষ্য নেওয়া হয়েছে, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা যায়।
মন্ত্রী বলেন, উজ্জ্বলা যোজনা-র আওতায় ইতিমধ্যে ১০.৬০ কোটি পরিবারকে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে এবং ১.৫৫ কোটি পরিবারকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে দেশে ৮,৩০০টিরও বেশি সিএনজি স্টেশন রয়েছে, যা প্রতিদিন লক্ষ লক্ষ যানবাহনের জ্বালানি চাহিদা পূরণ করছে।
ভারতের পরিষ্কার ও টেকসই জ্বালানির লক্ষ্যে নেওয়া উদ্যোগগুলির কথা উল্লেখ করে পুরী বলেন, দেশে ইতিমধ্যে ১১৪টি কমপ্রেসড বায়োগ্যাস (CBG) প্ল্যান্ট চালু রয়েছে। পাশাপাশি গ্রিন হাইড্রোজেন ও সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (SAF) প্রকল্পগুলির দ্রুত সম্প্রসারণ ঘটছে।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে, ভারতের এনার্জি সেক্টর এখন দেশের ‘বিকসিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে পৌঁছানোর অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে।
এর আগে তিনি বলেছিলেন, সরকার দেশের ৯৯ শতাংশ উপকূলীয় অঞ্চল তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য উন্মুক্ত করেছে এবং কাঁচা তেল আমদানির উৎসকে ২৭ দেশ থেকে বাড়িয়ে ৪০টিরও বেশি দেশে বিস্তৃত করেছে।
Leave feedback about this