জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে আজ ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement – FTA) চূড়ান্ত হল। এ উপলক্ষে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকের পর ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মোট সাতটি চুক্তি বিনিময় হয়। এই চুক্তিগুলির মধ্যে রয়েছে বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা অংশীদারিত্ব, গতিশীলতা (মোবিলিটি), দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং সবুজ হাইড্রোজেন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি বলেন, “এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, বরং যৌথ সমৃদ্ধির একটি নতুন রূপরেখা।” প্রধানমন্ত্রী আরও জানান, ২৭টি দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এটি ভারতের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন উদ্ভাবনী অংশীদারিত্ব গড়ে উঠবে এবং বৈশ্বিক স্তরে সরবরাহ শৃঙ্খলা আরও শক্তিশালী হবে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এই চুক্তিকে ‘সব চুক্তির জননী’ (Mother of all deals) বলে অভিহিত করেন।
FTA স্বাক্ষরের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা একে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করল এবং যৌথ সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে তিনি গর্বিত। তাঁর কথায়, “ভারত এগিয়ে যাচ্ছে, আর এতে ইউরোপ সত্যিই আনন্দিত। ভারত সফল হলে বিশ্ব আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ হয়।”
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে পণ্য বাণিজ্যে ভারতের সবচেয়ে বড় অংশীদার। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত ও ইইউ-র মধ্যে পণ্য বাণিজ্যের মোট মূল্য ছিল প্রায় ১৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি প্রায় ৭৬ বিলিয়ন ডলার এবং আমদানি প্রায় ৬০ বিলিয়ন ডলার।


Leave feedback about this