2025-10-29
Ramnagar, Agartala,Tripura
খেলা

ভারত–অস্ট্রেলিয়া প্রথম টি-২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

Suryakumar Yadav and Shubman Gill of India walks back after rain during the 1st T20I match between Australia and India at Manuka Oval, Canberra, Australia, on October 29, 2025.Photo: Deepak Malik / CREIMAS for BCCI

জনতার কলম ওয়েবডেস্ক :- ক্যানবেরার মনুকা ওভাল স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ভারতীয় দলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল। দু’জনে মিলে ৩.৫ ওভারে ৩৫ রান যোগ করেন। অভিষেক ১৪ বলে ৪টি চার মেরে ১৯ রান করে আউট হন। এরপর মাঠে নামেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

গিল ও সূর্যা মিলে দ্রুতগতিতে রান তুলতে থাকেন, কিন্তু ঠিক তখনই শুরু হয় বৃষ্টি। খেলা অনেকক্ষণ বন্ধ থাকার পর পুনরায় শুরু হলেও ২০ ওভারের ম্যাচ কমিয়ে ১৮ ওভার করা হয়। গিল ও সূর্যা দুর্দান্ত ব্যাটিংয়ে স্কোর নিয়ে যান ৯.৪ ওভারে ৯৭ রান-এ। গিল তখন ২০ বলে ৪টি ছক্কা ও ১টি চার মেরে ৩৭ রান, আর সূর্যকুমার ২৪ বলে ২টি ছক্কা ও ৩টি চার মেরে ৩৯ রান করে অপরাজিত ছিলেন। দু’জনের মধ্যে ৩৫ বলে ৬২ রানের জুটি গড়ে ওঠে।

এরপর আবারও নামল বৃষ্টি, এবং শেষমেশ আম্পায়াররা ম্যাচটি বাতিল ঘোষণা করেন। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উইকেটটি নেন নাথান এলিস।

ভারতের পক্ষে এই ম্যাচের ইতিবাচক দিক ছিল অধিনায়ক সূর্যকুমার যাদবের দুর্দান্ত ফর্মে ফেরা। তিনি আবারও তাঁর চেনা আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। সূর্যা এই ম্যাচে ২টি ছক্কা মারেন, এবং এর মাধ্যমে তিনি টি-২০ ক্রিকেটে ১৫০ ছক্কা পূর্ণ করেন — এই কৃতিত্ব অর্জনকারী তিনি ভারতের দ্বিতীয় ব্যাটার, রোহিত শর্মার পর। দ্বিতীয় টি-২০ ম্যাচ আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে অনুষ্ঠিত হবে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service