2024-12-15
agartala,tripura
রাজ্য

ভারতে দ্রব্যমূল্য অনেক কম, দেশের ৮১ কোটি মানুষ বিনামূল্যে চাল পায় : কৃষিমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমানে ভারতকে অনুসরণ করছে গোটা পৃথিবী। বর্তমানে দেশের ৮১ কোটি মানুষ বিনামূল্যে চাল পায়। পার্শ্ববর্তী দেশ গুলির থেকে ভারতে দ্রব্যমূল্য অনেক কম। শনিবার এক অনুষ্ঠানে একথা বললেন বিদ্যুৎমন্ত্রী রত্ন লাল নাথ।

এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর প্রজ্ঞাভবনে ন্যাশনাল এফিসিয়েন্সি কুকিং প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈদ্যুতিক চুল্লি তুলে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে।

পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন প্রথমত এক হাজার অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য এই ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হবে। তারপর সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে এই পরিষেবা চালু করা হবে। মূল উদ্দেশ্য হলো দূষণমুক্ত পরিবেশ। অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন কেউ যেন বিদ্যুৎ অপচয় না করেন।

যে সকল অঙ্গনওয়াড়ি সেন্টারে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি সেই সব অঙ্গনওয়াড়ি সেন্টারে বিদ্যুৎ পৌঁছে দিয়ে এই সুবিধা পৌঁছানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি। এই ধরনের ইলেকট্রিক চুল্লি ব্যবহারে আর্থিক আয় হয়। দ্রুত রান্না করা যাবে। এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সরকারের এ ধরণের প্রয়াস সত্যি প্রশংসনীয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service