জনতার কলম ওয়েবডেস্ক :- পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি কঠোর পদক্ষেপ নিল ভারত। ভারতের পক্ষ থেকে নিষিদ্ধ করা হল পাকিস্তানি সমস্ত আমদানি ও রফতানি। ভারত সরকার জানিয়েছে, জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার কড়া ভাবে বলেছে, এই সিদ্ধান্ত পাকিস্তান থেকে আমদানি সমস্ত রকম পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কাশ্মীরের হামলাকাণ্ডের জেরেই এই সিদ্ধান্ত তা আর বলার অপেক্ষা রাখে না। 
বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “পাকিস্তানে উৎপন্ন বা রফতানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা রফতানি (তা অবাধে আমদানিযোগ্য বা রফতানিযোগ্য হোক না কেন) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যে কোনও ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে। পহেলগাঁও হত্যালিলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা একমাত্র বাণিজ্যিক পথ ওয়াঘা-আটারি সীমান্ত ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও অঞ্চলের বৈসারনি উপত্যাকায় জঙ্গিরা হামলা চালায়। সেই ঘটনায় একজন নেপালি পর্যটক এবং একজন স্থানীয় পোনি গাইড অপারেটর সহ কমপক্ষে ২৬ জন পর্যটকের হত্যা করা হয়। এই হামলায় পাকিস্তানের সঙ্গে ওই জঙ্গিদের যোগসূত্র প্রকাশ পাওয়ার পরই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয়। পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
পহেলগাঁও হত্যাকাণ্ডের দ্রুত পদক্ষেপ হিসেবে ভারত “ক্রমাগত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের” কারণ দেখিয়ে ১৯৬০ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ জলবণ্টন চুক্তি সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয়।
Leave feedback about this