জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের ইতিহাসে প্রথমবার, সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের পরিবারের জন্য কেন্দ্রীয়ভাবে চালু হচ্ছে সরকারি আইনি সহায়তা। এই অভিনব উদ্যোগের নাম ‘ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’, যা রূপায়িত করছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (নালসা)। প্রকল্পের মূল বার্তাই হল, ‘আপনি সীমান্তে দেশকে সেবা দিন, আপনার পরিবারের দেখভাল করবে বিচারব্যবস্থা।
‘ এই যুগান্তকারী প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে শ্রীনগরে, সুপ্রিম কোর্টের বিচারপতি ও নালসার কার্যকরী চেয়ারম্যান বিচারপতি সূর্য কান্তের উপস্থিতিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই প্রকল্পের ভাবনার উৎস ছিল একটি আবেগঘন অভিজ্ঞতা। অপারেশন সিঁদুরের পর থেকে এই কর্মসূচির উৎপত্তি। এই সময় সেনাদের ত্যাগ দেখে বিচারপতি সূর্য কান্ত এতটাই দেখে বিচারপতি সূর্য কান্ত এতটাই করেন, কীভাবে বিচারব্যবস্থা আরও সক্রিয়ভাবে দেশের রক্ষকদের পাশে দাঁড়াতে পারে। সেই ভাবনার ফলই এই ‘বীর পরিবার সহায়তা যোজনা’।
দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, সীমান্ত বা দুর্গম অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা বা আধাসামরিক বাহিনীর সদস্যরা যদি পরিবারের কোনো আইনি সমস্যায় পড়েন, তাঁদের পক্ষে নিজের রাজ্যের আদালতে হাজিরা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে মামলা ঝুলে যায়, পরিবার সমস্যায় পড়ে। এবার থেকে নালসা এমন পরিস্থিতিতে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করবে, সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের পরিবারের জন্য বিনামূল্যে ও সুনির্দিষ্ট আইনি সহায়তা নিশ্চিত করা হবে।
এই প্রকল্পের আওতায় শুধু ভারতীয় সেনাবাহিনীর সদস্যরাই নন, সীমান্তরক্ষী বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং একইভাবে বিচ্ছিন্ন এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করা অন্যান্য আধাসামরিক বাহিনীর কর্মীদেরও প্রদান করা হবে।
Leave feedback about this