জনতার কলম ওয়েবডেস্ক:- ভারত সফলভাবে রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে মধ্যম পাল্লার ‘অগ্নি-প্রাইম’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ এই নেক্সট-জেনারেশন ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ ২০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম। প্রথমবারের মতো বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।
উল্লেখযোগ্যভাবে, এই লঞ্চারটি কোনো পূর্বশর্ত ছাড়াই রেল নেটওয়ার্কে চলাচল করতে পারে এবং খুব স্বল্প সময়ে গোপনীয়তার সাথে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুবিধা প্রদান করে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘অগ্নি-প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO), স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (SFC) এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।
এই সফল ফ্লাইট টেস্টের মাধ্যমে ভারত সেইসব অগ্রসর দেশগুলির তালিকায় জায়গা করে নিল, যারা রেলভিত্তিক মোবাইল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারযুক্ত লঞ্চ সিস্টেম বিকাশে সক্ষমতা অর্জন করেছে।
Leave feedback about this