2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ভারতীয় জনতা পার্টির ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নির্বাচনী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি একজন সবচেয়ে বড় লিডার তিনি যখন নিজেকে একজন সবচেয়ে ছোট কার্যকর্তা বলে পরিচয় দেন। সেখানে তখন আমি রাজা উনি মহারাজা এইসব গর্ববোধ করার কোন কারণ নেই। বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। যে লোকটি দেশের সবচেয়ে বড় রাজনীতিবিদ সেই লোকটি যখন নিজেকে একজন সবচেয়ে ছোট কার্যকর তা বলে পরিচয় দেয় তখন অন্যান্য নেতৃত্বের আমি সবচেয়ে বড় নেতা বলে গর্ববোধ করাটা হীনমনষ্কতার প্রমাণ।

যেখানে অমিত ভাই সহ বলেন আমরা কেউ যাতে নিজেদেরকে সবচেয়ে বড় নেতা বলে মনে না করি। কেননা দেশের শত শত লোকের আত্ম বলিদানই আজকের ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির একেবারে নিচুস্তরের কর্মী থেকে শুরু করে উঁচুস্তরের কর্মী প্রত্যেককেই সম্মান করতে হবে। প্রতিটি পার্টি কর্মীর সমমর্যাদা দিতে হবে। ১৯৮০ সালে বিজেপি পার্টির স্থাপনা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি এই পার্টির স্থাপনা করেছিলেন। বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

শ্রীমতি ভৌমিক এদিন বলেন এমন একটা সময়ে আমরা স্থাপনা দিবস পালন করছি যখন আপকি বার ৪০০ পার। অর্থাৎ ৩৭০ আমাদের লক্ষ্যমাত্রা। আমাদের সকল সরিক দলগুলি মিলে ৪০০ সিট এ বছর মোদীজি কে উপহার দিতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রভারি অবিনাশ রায় খান্না একই সুরে বলেন আপকি বার ৪০০ পার। অর্থাৎ এই নির্বাচনে বিজেপি দল ৪০০ সিট পার করবেই। তার জন্য সমস্ত নেতৃবৃন্দ এক সুরে কথা বলছে।

স্থাপনা দিবসে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ১৯৮০ সালের ৬ এপ্রিল আজকের দিনে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি বিজেপি দলের স্থাপনা করেছিলেন। সেই দিন থেকে আমরা আজকের দিনটিকে সারা দেশে প্রতিটি মন্ডলে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকি।

৬ এপ্রিল বিজেপির সদর কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন মহামন্ত্রী ভগবান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির বরিষ্ঠ নেতৃবৃন্দ।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service