2025-05-20
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে কমলপুরে তিরঙ্গা রেলীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জওয়ানদের সম্মান জানিয়ে কমলপুরে তিরঙ্গা রেলীর আয়োজন করলো বিজেপি। উল্লেখ্য জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে ২৬ জন পর্যটক প্রাণ হারায়। সন্ত্রাসবাদীদের বর্বরোচিত এই আক্রমণের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের ভারতীয় জওয়ানরা হামলা চালিয়ে নয়টি সন্ত্রাসবাদীদের খাঁটি ধুলিস্যাৎ করে দেয়।

শুধু তাই নয় সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের পাল্টা আক্রমণেরও যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনারা। টানা কয়েকদিন এরকম যুদ্ধ আবহ পরিস্থিতি চলার পর অবশেষে দুই দেশের তরফেই ঘোষণা করা হয় যুদ্ধবিরতি। মাত্র কয়েকদিনের লড়াইয়ে ভারতীয় সেনা আবারও তার যোগ্যতার প্রমাণ দেয়। তাই দিকে দিকে এখন ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ। এই অবস্থায় দেশের বীরযুদ্ধাদের সম্মান জানিয়ে এবং পহেলগাও সন্ত্রাসী হামলার যোগ্য জবাব দেওয়ায় প্রধানমন্ত্রী ও দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বিভিন্ন মন্ডলের উদ্যোগেই তেরঙ্গা রেলীর আয়োজন করছে।

সেই মোতাবেক মঙ্গলবার ৪৫ নং কমলপুর বিধানসভা কেন্দ্রে ‘অপারেশন সিঁদুর ‘র সাফল্যে হওয়ায় ভারতীয় সেনাবানীদের সম্মান জানিয়ে বিজেপি কমলপুর মন্ডলের পক্ষ থেকে বের করা হয় তিরঙ্গা যাত্রা। মিছিলটি কমলপুর টাউনহল প্রাঙ্গন থেকেশুরু হয়ে কমলেশ্বরী কালী বাড়ির সামনে গিয়ে সমাপ্ত হয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service