2025-11-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভারতরত্ন সংঘের ঐতিহ্য ফিরে পেল চন্দন চক্রবর্তীর নেতৃত্বে— ঐক্যে উজ্জ্বল দুর্গাপূজা ২০২৫

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ কয়েক বছরের নীরবতা ভেঙে ফের উৎসবের রঙে রঙিন হলো আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ভারতরত্ন সংঘ। ক্লাবের সম্পাদক চন্দন চক্রবর্তী’র নেতৃত্বে এবং সদস্য ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতায় এ বছর ধুমধাম করে আয়োজিত হলো দুর্গাপূজা ২০২৫।

কয়েক বছর ধরে ছোট পরিসরে পূজা পালন করলেও, এ বছর যেন ফিরে এলো পুরনো দিনের গৌরব। মনোরম পূজামণ্ডপ, আকর্ষণীয় আলোকসজ্জা, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রতিদিনই উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। শহরের মানুষ আবারও অনুভব করেছেন সেই উৎসবের আবহ, যা একসময় ভারতরত্ন সংঘকে আগরতলার সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ স্থান দিয়েছিল।

ক্লাবের সদস্যরা জানান, “এ বছর মানুষের ভালোবাসা আর সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। এই পূজা কেবল ক্লাবের নয়, সমগ্র এলাকার মানুষের মিলনমেলা।”

সম্প্রদায়ের ঐক্য ও সাংস্কৃতিক আবেগের প্রতিফলন ঘটিয়ে ভারতরত্ন সংঘের দুর্গাপূজা ২০২৫ প্রমাণ করল— আগরতলার সাংস্কৃতিক চেতনায় এখনও জীবন্ত ঐতিহ্যের দীপশিখা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service