2025-07-29
Ramnagar, Agartala,Tripura
দেশ

ভারতকে ভারতই রাখতে হবে, অনুবাদ নয়: মোহন ভাগবত

জনতার কলম ওয়েবডেস্ক :- ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সংবিধানের স্বীকৃত বাক্য হলেও, ভারত-এর নিজস্ব পরিচয় আর গুরুত্বকেই বেশি করে সামনে আনতে চাইছে আরএসএস। কেরলের কোচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক (আরএসএস)-এর সঙ্ঘ সর সঙ্ঘচালক মোহন ভাগবত। বলেন, “ভারত একটি বিশেষ্যপদ। একে অনুবাদ করা উচিত নয়। লেখা ও বলার সময়ে ভারতকে ভারত হিসেবেই রাখতে হবে।

ভাগবতের কথায়, “ভারতকে ভারত বলেই সম্মান দেওয়া হয়। তার স্বকীয়তা বজায় রেখেই তার মর্যাদা আছে। যদি আপনি আপনার পরিচয় হারিয়ে ফেলেন, তবে যত গুণই থাক না কেন, আপনাকে কেউ সম্মান দেবে না, নিরাপত্তাও মিলবে না। এটাই এই বিশ্বের প্রাথমিক নিয়ম। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। গত এক বছরে ‘ভারত’ বনাম ‘ইন্ডিয়া’ বিতর্কে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, তার মধ্যেই ফের এই ইস্যুতে মুখ খুললেন সঙ্ঘ প্রধান।

এমন এক সময়ে তাঁর এই মন্তব্য সামনে এল, যখন দেশে লোকসভা ভোট-পরবর্তী রাজনৈতিক আলোচনায় জাতীয় পরিচয়ের প্রশ্নটি ফের উঠে আসছে। সংবিধানে যদিও বলা হয়েছে, তবে ভাগবতের বক্তব্য স্পষ্টতই ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার নিয়ে আপত্তির ইঙ্গিত দিচ্ছে।

আরএসএস সূত্রে যদিও দাবি করা হয়েছে, এটি কোনও রাজনৈতিক মন্তব্য নয়, বরং জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক আত্মপরিচয় বজায় রাখার আহ্বান। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ মনে করছে, এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা। এখন দেখার, সংঘ প্রধানের এই মন্তব্য রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া তৈরি করে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service