2025-10-22
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা, ভালোবাসায় ভরেছে ঘর— আজ ভাইফোঁটা উৎসব

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আজ তিথি অনুযায়ী পালিত হচ্ছে ভাইফোঁটা — ভালোবাসা, স্নেহ আর পারিবারিক বন্ধনের এক অনন্য উৎসব। এই বিশেষ দিনে বোনেরা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে। আর ভাইয়েরা প্রতিদানে বোনের সারাজীবনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় এবং উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে।

লোকবিশ্বাস অনুযায়ী, যমরাজের বোন যমুনা এই দিনে তাঁর ভাইকে ফোঁটা দিয়েছিলেন, এবং সেই থেকেই শুরু হয় এই ঐতিহ্য। তাই বলা হয়—

“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাঁটা,

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।”

আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাইফোঁটার আমেজ ছড়িয়ে পড়েছে। বাড়ি-বাড়ি সাজছে পিঠে-পায়েস, সন্দেশ আর মিষ্টান্নে। ভাইয়ের কপালে চন্দন ও গাঁদাফুলের ফোঁটা, হাতে রাখি ও আরতি — এইসব রীতি-রেওয়াজে ভরে উঠেছে প্রতিটি ঘর।

বোনেরা ভাইদের শুভ কামনা জানিয়ে বলেন,

“যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল চিরজীবী,

আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী।”

শহর ও গ্রামে উৎসবের আবহে আজ দিনভর আনন্দে মুখরিত পরিবারগুলো। সামাজিক বন্ধন মজবুত করার পাশাপাশি, ভাইফোঁটা আমাদের স্মরণ করিয়ে দেয় পারিবারিক ভালোবাসার গুরুত্ব ও ঐতিহ্যের অটুট মূল্যবোধ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service