2024-12-19
agartala,tripura
দেশ বিশ্ব

ব্রিকসের ভবিষ্যত্‍ তৈরি করার জন্য আমাদের সমাজের ভবিষ্যতকেও তৈরি করতে হবে : মোদী 

জনতার কলম ওয়েবডেস্ক :- জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলনের অধিবেশনে, বুধবার পাঁচ-রাষ্ট্রের গোষ্ঠীর সম্প্রসারণকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ভারত তার জি২০ গোষ্ঠীর সভাপতিত্বে ‘গ্লোবাল সাউথ’ বা ভূমণ্ডলীয় দক্ষিণের দেশগুলোকে অগ্রাধিকার দিয়েছে। ব্রিকস বিশ্বের পাঁচটি বৃহত্তম উন্নয়নশীল দেশের মঞ্চ। এই দেশগুলোয় বিশ্বের মোট জনসংখ্যার ৪১ শতাংশ রয়েছে। বিশ্বব্যাপী জিডিপির ২৪ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ১৬ শতাংশের প্রতিনিধিত্ব করে ‘ব্রিকস’। এদিন বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের ব্রিকস অংশীদাররা জি২০-তে এটিকে সমর্থন করবে। তাছাড়া ভারত যখন তার চন্দ্রযান-৩ অভিযানের দৌলতে মহাকাশযান চাঁদে অবতরণ করানোর প্রস্তুতি নিচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদী একটি ব্রিকস মহাকাশ অনুসন্ধান সহযোগিতার মঞ্চ গড়ে তোলারও আহ্বান জানান। তিনি এই শীর্ষ সম্মেলনে উপস্থিত নেতাদের আহ্বান জানিয়ে বলেন, ‘ইতিমধ্যেই আমাদের ব্রিকস উপগ্রহ নক্ষত্রমণ্ডলে কাজ করছে। তবে আরও একধাপ এগিয়ে যাওয়ার জন্য আমাদের একটি ব্রিকস মহাকাশ অনুসন্ধান সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা করা উচিত।’প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিকসের ভবিষ্যত্‍ তৈরি করার জন্য আমাদের সমাজের ভবিষ্যতকেও তৈরি করতে হবে।’

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service