2025-01-04
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ব্রাউনসুগার নগদ টাকাসহ এক নেশা কারবারিকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। বিপুল পরিমাণ নেশা দ্রব্য ব্রাউন সুগার এবং নগদ টাকা সহ এক নেশা কারবারিকে আটক করা হয়।

পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন সংবাদ মাধ্যমকে জানান, মহারাজগঞ্জ ফাঁড়ি থানার ওসির কাছে গোপন সূত্রে খবর আসে যে রাজধানী আগরতলার প্রতাপগড় টেকরয়ই চৌমুনী এলাকায় বাসিন্দা অসীম লোধ নামে এক যুবকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুদ রয়েছে।

বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নেশা সামগ্রী ঢুকিয়ে খুচরা বিক্রি করার কৌটাসহ নগদ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service