2024-12-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

ব্যাঙ্গালুরু থেকে উদ্ধার কাঁকড়াবনের নাবালিকা, গ্রেফতার যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাবালিকা অপহরণ কাণ্ডে অপহৃত নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেফতার করল কাকড়াবন থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় কাকড়াবন থানায় অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জানান চলতি মাসের গত ১১ইং জুন কাকড়াবন থানার অন্তর্গত গর্জনমুড়া বাসিন্দা প্রদীপ ঘোষ ছেলে প্রলয় ঘোষ(২২) নামে এক ব্যক্তি জামজুরী মুড়াপাড়া থেকে ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরনের পর পরিবারের পক্ষ থেকে কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৬, ধারা ৩৬৪ (A) ipc, মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরনকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর কাডুগোডি থানাধীন একটি হোটেলে রয়েছে। গোমতী জেলা কাকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যাঙ্গালোর কাডুগোডি থানার সাথে যোগাযোগক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে অপহরনকারি প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়ে সহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ব্যাঙ্গালোর কাডুগোডি থানার থেকে গোমতী জেলার কাকড়াবন থানায় তাদের নিয়ে আসে। কাকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জানান ধৃত প্রলয় ঘোষ ও নাবালিকাকে জিঞ্জাসাবাদ করে জানা যায় প্রলয় ঘোষ নাবালিকাকে রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর নিয়ে যায় ভালবাসার প্রলোভন দেখিয়ে।। নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ।অন্যদিকে পুলিশ প্রলয় ঘোষের বিরুদ্ধে অপহরণ কান্ডে সোমবার জেলা আদালতে সোপার্দ করা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service