জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমস্ত ক্ষেত্রে চরম ব্যর্থ বিজেপি- মথা- আই পি এফ টি জোট সরকার। পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি, আইন- শৃঙ্খলার অবনতি। সমস্ত কিছুতে গোটা রাজ্যের মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। সরকারের এই ব্যর্থতা, অনিশ্চয়তা, দুর্নীতি জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার বিকেলে সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।
রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শুক্রবার সিপিএম রাজ্য কমিটির বৈঠক হয়। এদিন সকালে আগরতলা মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, রমা দাস। মানিক দে, নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্ব।
বৈঠকের আলোচনার বিষয় সাংবাদিকদের সামনে বিকেলে তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক। জিতেন বাবু কদমতলার ঘটনা তুলে ধরে তিনি মন্তব্য করেন সাম্প্রদায়িক বিভাজনের যে চেষ্টা তা এখনও অব্যাহত।
সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে এর থেকে মানুষকে উঠে দাঁড়ানোর জন্য ন্যূনতম দায়িত্ব সরকার পালন করেনি। উল্টো যৎসামান্য যে সাহায্য এসেছে এর মধ্যে ভাগ বসানোর প্রতিযোগিতা চলে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা নারায়ণ কর, মানিক দে।
Leave feedback about this