জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাতে একটি স্মারকলিপি নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের গৌরব গগৈ, শিবসেনা (ইউবিটি)-র প্রিয়ঙ্কা চতুর্বেদী, সিপিএমের জন ব্রিটাস, এসপি-র জাভেদ আলি খান, ডিএমকে-র এম এম আবদুল্লা প্রমুখ। দীর্ঘদিন পর সংসদের বাইরে সক্রিয় হলেন বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’র সদস্যরা।
আজ কংগ্রেস, সমাজবাদী পার্টি (এসপি), ডিএমকে, শিবসেনা (ইউবিটি), সিপিএমের সাংসদেরা সাংবাদিক বৈঠক করে একযোগে দাবি জানালেন, ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের (ডিপিডিপি) একটি নির্দিষ্ট অনুচ্ছেদ সরিয়ে নেওয়া হোক।
দাবি, এই অনুচ্ছেদটি তথ্যের অধিকার সংক্রান্ত আইনটিকে (আরটিআই) ধ্বংস করে দিচ্ছে। আজ হাতে একটি স্মারকলিপি নিয়ে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের গৌরব গগৈ, শিবসেনা (ইউবিটি)-র প্রিয়ঙ্কা চতুর্বেদী, সিপিএমের জন ব্রিটাস, এসপি-র জাভেদ আলি খান, ডিএমকে-র এম এম আবদুল্লা প্রমুখ।
এই স্মারকলিপি তাঁরা পাঠাচ্ছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে। গগৈ বলেন, “লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ ১২০ জনেরও বেশি সাংসদ (ইন্ডিয়া ব্লকের) এতে সই করেছেন।”
Leave feedback about this