জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যথাযোগ্য মর্যাদায় পালিত হল বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ ।সিআই টিইউ প্রধান কার্যালয়ে উদযাপন করা হয় প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের প্রয়াণ দিবস ।প্রসঙ্গত এবছর প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে । এদিন আলোচনা করতে গিয়ে সিআই টিইও নেতৃবৃন্দ বৈদ্যনাথ মজুমদারের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন । আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন বৈদ্যনাথ মজুমদার ছিলেন একজন জননেতা । তার প্রয়াণে সশ্রদ্ধ সম্মান জানিয়েছে সিআই টিইউ ।
Leave feedback about this