জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাশহর বেসরকারি বিদ্যুৎ সংস্থায় হানা দিল বিশিষ্ট সমাজসেবীরা। প্রসঙ্গত কৈলাশহরে যেদিন থেকে বেসরকারি বিদ্যুৎ সংস্থা বিদ্যুৎ পরিষেবার দায়িত্বভার গ্রহণ করেছে, সেদিন থেকেই গোটা কৈলাশহর মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা লাঠে উঠেছে। ভুয়া বিদ্যুৎ বিল থেকে শুরু করে বিদ্যুৎ বিভ্রাট প্রতিদিনই লেগে রয়েছে গোটা কৈলাশহর মহকুমাজুরে। এখন আবার নিয়ম করে প্রতিদিন দু’ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। যার ফলে নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ বিদ্যুৎ বিল প্রতিমাসে দেওয়ার পরেও পরিষেবা সঠিকভাবে দিচ্ছে না। প্রতিবাদে বুধবার কৈলাশহরের বিশিষ্ট সমাজসেবীরা একত্রিত হয়ে কৈলাশহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থার অফিসে একটি ডেপোটেশন প্রদান করেছে, পাশাপাশি তারা ১০ দিনের সময় বেঁধে দিয়েছে। যদি এই দশ দিনের মধ্যে বিদ্যুৎ পরিষেবার উন্নতি না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে স্পষ্ট জানিয়েছে। ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিল বিশিষ্ট সমাজসেবী অরূপ দেব চৌধুরী , হ্যান্ড ফুল সামাজিক সংস্থার সম্পাদক মকদ্দুস আলী, অমল সিনহা ,সুমিত মালাকার প্রমূখ।
Leave feedback about this