2025-02-17
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

বেশি বুঝলে মুখোমুখি হোক শাসক দলের অভিজ্ঞরা : বিরোধী দলনেতা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিরোধী দলের নেতারা কিছুই বুঝেন না বাজেট সম্পর্কে। অথচ সেই বাজেট নিয়েই নানান রকমের মন্তব্য করে বেড়ান। বাজেট নিয়ে কথা বলার কোন এখতিয়ার নেই বিরোধীদের। সম্প্রতি এক জনসভায় এমনই অভিমত ব্যক্ত করেছিলেন সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি দলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, শাসক বিরোধী উভয়ে আলোচনা সমালোচনা করবে তা স্বাভাবিক। তবে সেই আলোচনা হতে হবে গঠনমূলক।

সংসদ রাজিব ভট্টাচার্য যে অভিযোগ করেছেন তা খন্ডন করতে গিয়ে তিনি বলেন যদি সাহস থাকে তাহলে শাসকদলের একজন অভিজ্ঞ এবং বিরোধী দলের একজন অভিজ্ঞ মুখোমুখি বসুক বাজেট সম্পর্কের আলোচনা নিয়ে। তখনই বোঝা যাবে কে বেশি বোঝেন বাজেটের বিষয়। যদি ক্ষমতা থাকে তাহলে এই চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানান জিতেন্দ্র চৌধুরী।

তিনি যোগ করেন, শুধুমাত্র বিরোধিতা করার জন্যই এই বাজেটের বিরোধ করছে না সংগঠন। সাধারণ মানুষের জন্য এই বাজেটে কোন কিছুই উন্নয়নমূলক নেই। যার কারণে পিছিয়ে পড়া মানুষ আরো বেশি পিছিয়ে যাবে। যার যৌক্তিকতা সকলের সামনে তুলে ধরার পরেই আন্দোলনের পথে নেমেছেন তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service