2025-04-14
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানায় ১০২ এম্বুলেন্সের চালকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে বেতনের সমস্যায় ভুগছে ১০২ এম্বুলেন্সের চালকরা। সেই কারণে তাদের সমস্যা সমাধানের দাবিতে আগরতলার আই টি ভবন স্থিত ১০২ এর কর্তৃপক্ষের সাথে দেখা করে এম্বুলেন্স চালকরা। চালকদের অভিযোগ বহুদিন ধরেই তারা সঠিক ভাবে বেতন পাচ্ছে না। সঠিক সময়ে চালকদের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ।

উল্লেখ্য ১০২ এম্বুলেন্সএর চালকরা দিন রাত রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছে, অথচ কর্তৃপক্ষ তাদের পাওনা পারিশ্রমিক নিয়ে দিনের পর দিন তালবাহানা করে আসছে বলে অভিযোগ। চালকদের বক্তব্য একজন চালক দিনে ১২ ঘন্টা কাজ করে আসছে, কিন্তু তাদেরকে মাত্র ৮ হাজার ৫০০ টাকা বেতন হিসাবে দিচ্ছে কর্তৃপক্ষ।

কিন্তু তার পরেও প্রত্যেক মাসে তারা বেতন পায় না। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এম্বুলেন্স চালকরা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ জানায় তাদের সমস্যা সমাধানের জন্য। কর্মচারীদের যাতে সঠিক সময়ে বেতন ভাতা প্রদান করা হয় দাবি জানান তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service