2025-10-29
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

বেঙ্গালুরু থেকে ফিরে সীমান্তে ধরা তিন অবৈধ বাংলাদেশি, দালালের খোঁজে পুলিশ

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আবারও অবৈধ অনুপ্রবেশে চাঞ্চল্য ছড়াল উত্তর ত্রিপুরায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে ধর্মনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম চন্দ্রপুর এলাকার জঙ্গল থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে।

ধৃতদের নাম মাহি উদ্দিন (২৭), নুর আলম (৪৭) ও রায়হান মিয়া (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, মাহি উদ্দিনের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়, আর নুর আলম ও রায়হান মিয়ার বাড়ি নারায়ণগঞ্জ জেলার নারাসিন্ধি এলাকায়।

ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে প্রায় ছয় মাস আগে এক দালালের মাধ্যমে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে তারা কর্মসূত্রে বেঙ্গালুরুতে চলে যায় এবং সেখানে অর্থের বিনিময়ে ভুয়া আধার কার্ড তৈরি করে বসবাস করছিল। সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে আবার ত্রিপুরা সীমান্তে ফিরে আসে তারা। ঠিক সেই সময় পুলিশ তাদের আটক করে।

ধৃতদের দাবি, ইসলাম উদ্দিন নামের এক স্থানীয় দালাল তাদের বাংলাদেশে ফেরাতে সাহায্য করার কথা ছিল। বর্তমানে ওই দালালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে ত্রিপুরার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা বেড়ে চলেছে। এর ফলে সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service