2024-12-29
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং ‘ভাগীদারি’ দেশের গুরুত্বপূর্ণ সমস্যা : রাহুল 

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের ধুলে জেলার দোন্ডাইচা গ্রামে জনগণের সাথে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেন, জাতিগত জনগণনা পরিচালনা করা একটি ঐতিহাসিক ও বৈপ্লবিক পদক্ষেপ। রাহুল এবং কংগ্রেস বারবার আশ্বাস দিচ্ছে যে তাঁর দল কেন্দ্রে সরকার গঠন করলে জাতিভিত্তিক জনগণনা করবে।

”অর্থনৈতিক ও আর্থিক সমীক্ষা পরবর্তী পদক্ষেপ হবে এবং আমি এটি করব। দলিত, সাধারণ শ্রেণির গরিব মানুষ, সংখ্যালঘু ও আদিবাসীরা জানবে তারা কোথায় দাঁড়িয়ে আছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং ‘ভাগীদারি’ দেশের গুরুত্বপূর্ণ সমস্যা,” তিনি বলেন।
রাহুল গান্ধী দাবি করেন, মিডিয়া, নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শ্রেণির দলিত, আদিবাসী বা সংখ্যালঘু থেকে আসা দরিদ্রদের প্রতিনিধিত্ব নেই।

তিনি আরও বলেন, “চীনা সেনা জওয়ানরা ৩-৪ বছরের জন্য আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ পান। আমাদের অগ্নিবীরদের, যাঁরা ছ’মাসের প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের যদি চীনা জওয়ানদের মোকাবিলা করতে হয়, তাহলে কী হবে ভাবতে পারেন?

আমাদের অগ্নিবীররা প্রশিক্ষণ ছাড়াই চলে যাবেন, প্রাণ দেবেন, কিন্তু তা সত্ত্বেও শহিদের মর্যাদা পাবেন না।”

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service