জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরকে যানজট মুক্ত ও সুন্দর করে তোলার নাম করে চলছে এখন উচ্ছেদ অভিযান। রাস্তার পাশে সরকারি জমি দখল করে যারা দিনের পর দিন অবৈধভাবে ব্যবসা করে চলেছে তাদেরকে উচ্ছেদ করতে এখন মরিয়া আগরতলা পুর নিগম। রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রাক মুহূর্তে পুরনিগমের এই উচ্ছেদ অভিযান নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। নিগমের এই উচ্ছেদের ফলে স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগরতলার বেশ কয়েকটি জায়গাতে চলে এই উচ্ছেদ অভিযান। এরমধ্যে জিবি বাজার এলাকায় বুলডোজার চালিয়ে বেশ কয়েকটি দোকানকে উচ্ছেদ করা হয়। আর এই উচ্ছেদ অভিযানের পরের দিন বুধবার এলাকাটি পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। কর্পোরেটর হীরালাল দেবনাথকে সাথে নিয়ে এদিন উচ্ছেদ হওয়া এলাকাটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র সাহেব।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকার ও পৌরনিগম আগামী দিন বিকল্প ব্যবস্থা করবে। এখন এই জায়গাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ড্রেন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। প্রত্যাশা এই নির্মাণ কাজেও এলাকার ব্যবসায়ী সহ নাগরিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
রাজ্য
বেআইনি বিভিন্ন নির্মাণকে নাগরিক স্বার্থে উচ্ছেদ করা হচ্ছে : মেয়র
- by janatar kalam
- 2023-10-04
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this