2024-11-21
agartala,tripura
দেশ

বেআইনিভাবে যারা মানুষের জমি দখল করছে বা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে উত্তর প্রদেশ সরকার : যোগী

জনতার কলম ওয়েবডেস্ক :-উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বীর বাহাদুর সিং স্পোর্টস কলেজ ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ৫১. ৫২ কোটি টাকা ট্রান্সফার করেছেন। বিভিন্ন কিস্তিতে তাঁদের সেই টাকাটি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তিতে ৫১০০ জনের সুবিদাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।প্রথম কিস্তিতে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা, আবার দ্বিতীয় কিস্তিতে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে। যেটি পেয়েছেন ২৬০০ দুজন, তৃতীয় কিস্তিতে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে, যা পেয়েছেন ২২৪৮ জন। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে ১২ জন সুবিধাভোগীর হাতে চাবির ছবি তুলে দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপ্রদেশ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও আগের সরকারগুলি সেইভাবে সাধারণ মানুষকে সাহায্য করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আশার পর সাধারণ মানুষের জন্য অনেক প্রকল্প চালু করেছে। গড়ে তুলেছে একটি সুন্দর রাজ্যও। এখন আর উত্তরপ্রদেশের দারিদ্র রাজ্য নয়। ছয় বছরই সাড়ে ৫ কোটির বেশি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছে।আগের সরকারগুলি জনগণকে নানান প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করেছিল, তাদের দারিদ্র্যতা দূর করতে পারেনি। যার জন্য উত্তরপ্রদেশ অনেক পিছিয়ে গিয়েছিল। নানান সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। কংগ্রেস দল শুধু শ্লোগানই দিয়ে গেছে, দারিদ্রদের দারিদ্রসীমার উপরে আনতে পারেনি। এই শেষ নয়, মুখ্যমন্ত্রী বলেন, তারা কৃষক ও ব্যবসায়ীদের নানাভাবে শোষণ করেছে। তরুণ সম্প্রদায়ের প্রতি অবিচার করেছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে তারা কখনোও ভাবেননি। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক মানুষের উপকার হয়েছে। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫৪ লক্ষ দারিদ্র মানুষ বাড়ি তৈরীর অনুমোদন ইতিমধ্যে পেয়ে গেছে। যার মধ্যে ৩৫ হাজার ৫০০টি বাড়ির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। তাছাড়াও এই ৬ বছরের গ্রামীণ এলাকায় ৬১৮৪ টি বাড়ি তৈরি হয়েছে দারিদ্র মানুষদের জন্য। তিনি বলেন, আমাদের দেশের মাটির প্রতি আমাদের সকলের দায়িত্ব রয়েছে, এই জায়গা আমরা গুন্ডামি, দুর্নীতি করতে দেব না। যারা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বেআইনিভাবে যারা মানুষের জমি দখল করছে বা করবে বা তাদের সঙ্গে দুর্নীতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে উত্তর প্রদেশ সরকার। যাতে কারোর প্রতি কোনোও রকম অবিচার না হয়, সেদিকেই লক্ষ্য রাখবে সরকার, এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service