জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলা কি ক্রমেই নিরাপত্তা হীন হয়ে পড়ছে? এই প্রশ্ন কিন্তু উঁকি সম্প্রতি দুই- তিনটি ডাকাতির ঘটনায়। বৃহস্পতিবার রাতে পর পর দুটি ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। চুরি আকছার ঘটছে শহর আগরতলার বিভিন্ন জায়গায়। এবার ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে শহরবাসীর মধ্যে। গত শনিবার খয়েরপুর চানপুর এলাকায় বাবুল ঘোষের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে নিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ।
এই ঘটনায় পুলিস উত্তর জেলার একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা। একটি ঘটে রাজধানীর আড়ালিয়া ঘোষ পাড়া মিহির দেবনাথের বাড়িতে। অভিযোগ গভীর রাতে ডাকাত দল দরজা ভেঙে উনার ঘরে ঢুকে। বাড়ির মালিক বাধা দেওয়ারে চেষ্টা করলে ডাকাত দল দা দিয়ে আঘাত করে আহত করে মিহির দেবনাথকে। উনার স্ত্রিকেও মারধর করে।
ডাকাতরা নিয়ে যায় নগদ ৪০ হাজার টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা বের হয়ে আসতেই ডাকাত দল পালিয়ে যায়। একই রাতে বলদাখাল পাল পাড়ার বাসিন্দা সঞ্জয় পালের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। রাতের বেলা সঞ্জয় পালের মা প্রাকৃতিক কাজ করতে বাইরে যান। এর পরে উনার পিছু নিয়ে ঘরে প্রবেশ করে ডাকাত দল। তাদের ভয়ভীতি দেখিয়ে নগদ ৭০ হাজার টাকা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই লোকজন বের হন।
খবর পেয়ে ছুটে যায় পুলিস। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ছুটে যান ডিআইজি,আই জি ,পশ্চিম জেলার পুলিস সুপার সহ অন্যান্য আধিকারিকরা। ডগ স্কোয়াড, ফরেনসিক টিম যায় ঘটনাস্থলে। পুলিস বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন। মামলা নিয়ে দুটি ঘটনার তদন্ত করছে পুলিস। এলাকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ৫ জন লোক দা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে রাতের বেলা।
Leave feedback about this