জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে নাভিশ্বাস উঠেছে মানুষের। এই অবস্থায় কিছুটা আশার বাণী শোনালো বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। আগামী ৪, ৫ ও ৬ এপ্রিল রাজ্যের সব জেলায় ২-১ টি জায়গায় বজ্রবিন্দুত সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
একই সঙ্গে তাঁর দাবদাহের যে সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর তা তুলে নেওয়া হয়েছে। গোটা রাজ্যে মানুষ চাতক পাখির মতো বৃষ্টির জন্যে অপেক্ষা করছেন বৃষ্টির জন্যে। এদিকে আগরতলা শহর ও তার আসে পাশের এলাকায় দীর্ঘ কয়েক মাস ধরে বৃষ্টি নেই। মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ তারিখ। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর এর এক আধিকারিক জানান, ২০১৪ সালে মার্চ মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড সেলসিয়াস। মার্চ মাসের মতো এপ্রিলেও অন্যান্ন বারের তুলনায় বৃষ্টিপাত কম হবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।
Leave feedback about this