2024-12-31
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বৃদ্ধির আঁচ বাসন্তী পূজার প্রতিমা তৈরিতেও

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মূল্য বৃদ্ধির আঁচ বাসন্তী পূজার প্রতিমা তৈরিতেও। তবে প্রতিমা তৈরির সামগ্রীর দাম, প্রতিমার চাহিদা বেড়ে গেলেও তেমন লাভের মুখ দেখছেন না মৃৎ শিল্পীরা। শুক্রবার এক সাক্ষাৎকারে একথা জানান রাজধানীর এক মৃৎ শিল্পী। প্রতিবছর বসন্তকালে এই পূজা হয়ে থাকে। শরত কালের দুর্গাপূজার মতো এতো আড়ম্বর না হলেও ধীরে এই বাসন্তী পূজার সংখ্যা বাড়ছে।

এবছর বাসন্তী পূজা আর মাটে হাতে গোনা কয়েক দিন। ইতি মধ্যে মৃৎ প্রায় চলছে প্রতিমা তৈরির জোর প্রস্তুতি। এক মৃৎ শিল্পী জানান, এবার বাসন্তী পূজার সংখ্যা বেড়ে গেছে গত বছরের তুলনায়। বিশেষ করে ছোট প্রতিমার চাহিদা বেশি। তিনি জানান পূজার সংখ্যা, প্রতিমা তৈরির সামগ্রী দাম বাড়লেও তারা তেমন লাভের মুখ দেখেন না। আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির, সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকে বাসন্তী পূজা।

হিন্দুশাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গারই আরাধনা করা হয়। বসন্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলণ রয়েছে। তখন দেবীকে কাত্তায়নী নামে পূজা করা হয়। এইসব পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service